top of page
  • Writer's picture24 News Live Bangla

চুলে উল্টাপাল্টা কাটিং দিলেই গ্রেফতার

Updated: Nov 11, 2019


চুলে উল্টাপাল্টা কাটিং দিলেই ছেলেদের আটক করবে পুলিশ। তলব করা হবে তাদের অভিভাবককে। মুচলেকা দিয়ে মিলবে মুক্তি। এছাড়া কমবয়সী ছেলে কিংবা শিক্ষার্থীদের হাতে মোটরসাইকেল তুলে দিতেও অভিভাকদের সতর্কতা দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, শহরে কমবয়সী ছেলেদের মধ্যে যারা মোটরসাইকেল চালায় তাদের বেশিরভাগ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজ নেই। টাকা থাকলেই ছেলেদের মোটরসাইকেল কিনে দেবেন তা ঠিক না।

রোববার (১০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিজানুর রহমান আরও বলেন, কমবয়সী যারা রাস্তায় মোটরসাইকেল চালাবে তাদের পরিবারকে পুলিশ তলব করবে। আমার অ্যাকশন হবে জনগনের স্বার্থে। রাত ৯টার পর রাস্তায় আড্ডা দেয়া যাবে না। চায়ের স্টলে আড্ডা দেয়া যাবে না। ফার্মেসি, বিপণিবিতান, মুদি দোকান খোলা থাকবে। কোনো অবৈধ জিনিস বা অবৈধ যানবাহন না থাকলে গভীর রাতে চলাচল করতে পারবে পথচারী। কেবল সন্দেহভাজনদের চেক করা হবে।

এ সময় আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশ সুপার মিজানুর রহমান।


4 views0 comments
bottom of page